কবিতাঃ বাবা মা ‘ র সেবা
মোঃ জাবেদুল ইসলাম
বাবা যখন থাকে বেঁচে,
সন্তান খবর রাখে না।
শত কষ্টে থাকে বাবা মা,
সন্তান এসে দেখে না।
অসুখ বিসুখ জরাজীর্ণ
থাকে তারা কষ্টে পরে।
সন্তান তার বউকে নিয়ে,
শুধু বিলাসিতা করে।
বাবা মা থাকবে না বেঁচে,
তারা যাবে ওপার দেশে।
সন্তান যখন বৃদ্ধ হবে।
বুঝবে তারা তখন শেষে।
বেঁচে থাকতে বাবা মা’ র,
কর তাদের সেবা যত্ন।
বাবা মা’ র করলে সেবা,
পাবে মহা মূল্যবান রত্ন।
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
তারিখঃ ০৯/০১/২০২৫ খ্রিঃ