মোঃ জাবেদুল ইসলাম
সকাল হলে সূর্য মামা,
উঠে পূর্ব দিকে।
সূর্যের আলোতে ঝলমলিয়ে,
রঙিন চারিদিকে।
পাখিরা ডাকে গাছে গাছে,
করে কলরব।
ফুল বাগানে ফুলগুলো যেন,
ফুটেছে শৈশব।
সকাল হলে ঘাসের উপর,
শিশির বিন্দু ঝরে।
সোনা রোদে শিশিরগুলো,
ঝিলমিল করে।
সকাল হলে কৃষক কৃষাণী,
যায় নিজের কাজে।
সারাদিন ধরে থাকে ব্যস্ত,
নষ্ট করে না সময় বাজে।
সকাল বেলা মা বানায়,
শীতের নানা পিঠে।
খেজুর গুড়ের পিঠে খেতে,
লাগে দারুণ মিঠে।
বিকাল হলে সুর্য যায়,
পশ্চিম দিকে হেলে।
খোকা খুকুরা সবাই মিলে,
নানা খেলা খেলে।
বিকাল হলে নদীর বুকে
মুক্ত হাওয়া বয়।
বিকাল হলে মুক্ত হাওয়ায়,
শরীর টা জুড়ায়।
বিকাল হলে পাখিরা সব,
আপন নীড়ে ফিরে।
বিকাল হলে মাঝি ভাইরা,
নৌকা ভিড়ায় তীরে।
সকাল বিকাল ব্যস্ত সবাই,
কাটে না তো রেশ।
সকাল বিকাল যায় সময়,
দিন কেটে যায় বেশ।
কবিতাঃ সকাল বিকাল
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা,
হাতীবান্ধা, লালমনিরহাট।
তারিখঃ ০৯/০১/২০২৫ খ্রিঃ