রংপুর টাইমস :
১৭ বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সকলের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সফিয়ার রহমান, সাধারণ সম্পাদক হিসাবে ওয়ালিউর রহমান সোহেল ও যুগ্ম সম্পাদক হিসাবে শওকত হায়াৎ প্রধানের নাম ঘোষণা করা হয়।
এর আগে বুধবার দুপুরে শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন কেন্দ্রিয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদের জন্য প্রত্যক্ষ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ মুহুর্তে সকলের মতামতের ভিত্তিতে ওই পদে মনোনীতদের নাম ঘোষিত হয়।