শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন

৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী মিরাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে শহীদ মিরাজ খানের মরদেহ উত্তোলন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আদিতমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  ভোররাতে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় নিজ বাসভবনের কবর স্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে ঢাকায় মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলো।
সে উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

আর্থিক অস্বচ্ছলতার জন্য  পড়াশুনা তেমন করতে না পেরে কলেজে ভর্তি হয়ে  ঢাকায় গিয়ে মোবাইলে কাজ করতো মিরাজ। ছাত্রত্বের টানে  ঢাকার যাত্রাবাড়িতে  কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় মিরাজ। পরিবার ও আত্মীয় স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেস্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে তার পিতা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এতে আসামী করা হয়েছে, লালমনিরহাট- এক আসনের সংসদ সদস্য মো. মোতাহের হোসেন, লালমনিরহাট- দুই আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদ (সাবেক মন্ত্রী)  ও লালমনিরহাট- তিন  আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান সহ মোট ৩৬ জনের নাম  উল্লেখ করে আসামী করা  হয়। এ ছাড়া অজ্ঞাতনামা  আসামি করা হয়েছে ৩-৪ শত জনকে।

মরদেহ উত্তোলনের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সানাউল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক কাওসার হোসেন বলেন, ভিকটিম মিরাজের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে আবারও মরদেহ ফেরত নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT