লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ উদ্যোক্তা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ হলরুমে তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা,ব্যবসায়ী সংগঠক ও সমাজসেবক প্রধান শিহাব আহমেদ অনুষ্ঠানটি আয়োজন করেন।
তিনি আগামী ৬ মাসের মধ্যে অত্র এলাকায় দুই শতজন তরুণ যুবসমাজের বেকার যুবক ও যুবতীদের নিয়ে কর্মসংস্থানে ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠক ও সমাজসেবক প্রধান আলোচক শিহাব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি, আনোয়ারুল ইসলাম, আওলাদ হোসেন,আলাউদ্দিন জমশের আলী,মোফাজ্জল হোসেন,নুরুজ্জামান হোসেন,আশকার আলী সিদ্দিক,নুরুজ্জামান হোসেন,শাহজাহান আলী,আতিকুজ্জামান তানিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এক জন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম রানা বলেন,তরুণ উদ্যোক্তদের নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন সে গুলো প্রশংসনীয়। একজন বেকার যুবক যদি তাদের কথামতো ক্ষুদ্র ব্যবসা শুরু করেন তাহলে সে আগামীতে সে প্রতিষ্ঠিত হবে।
এ সময় তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা,ব্যবসায়ী সংগঠক শিহাব আহম্মেদ বলেন,আমি বড়খাতা বাজারে সবজি বিক্রি করতাম,এখন আমার ২৫ টা প্রতিষ্ঠান,আমার প্রতি মাসে আয় ২৫ লক্ষ টাকা। আমি হাতীবান্ধা ও পাটগ্রামের প্রতিটা পরিবারের একজন করে উদ্যোগ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য সামনে তরুণদের এগিয়ে নিতে যা ব্যবস্থা করা প্রয়োজন তা করা হবে।