বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে একটি ক্লিনিকে একসঙ্গে ৩ শিশুর জন্ম 

লালমনিরহাটে একটি ক্লিনিকে একসঙ্গে ৩ শিশুর জন্ম 

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে
শারমিন বেগম (২২) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
জন্মের পর তাদের নাম রাখা হয়েছে আলিফ,লাম ও মীম।

এদিকে একই সাথে তিনটি বাচ্চা জন্ম ঘটনায় ক্লিনিকে উৎসুক জনতা ভিড় করেন।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে মনোয়ারা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুম আলম বলেন, গতরাতে এক প্রসূতি মায়ের অস্ত্রপাচারের মাধ্যমে তিনটি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ আছেন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মনোয়ারা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে হয়েছে।

গৃহবধূ শারমিন বেগম তার স্বামী রাশিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের বাসিন্দা। রাশিদুল ইসলাম রাজমিস্ত্রীর কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গৃহবধূ শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুইটি জমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম এক আত্মীয়ের মাধ্যমে লালমনিরহাট টিএনটি রোডের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেয় শারমিন বেগম। এর পর পরিবারের লোকজন
তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মীম। তাদের মধ্যে লাম অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন।

তিন সন্তানের চিকিৎসার খরচ কোথায় পাবেন এ নিয়ে চিন্তায় পড়েছেন দিনমজুর রশিদুল ইসলাম।

মনোয়ারা ক্লিনিক এর ওয়ার্ডবয় রফিকুল ইসলাম বলেন,জন্ম হওয়া তিন শিশুর মধ্যে এক শিশু অসুস্থ হলে সকালে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে পরে রাতে ওই শিশুটিকে আবার ক্লিনিকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছে। বর্তমান তিন শিশুর সুস্থ আছেন।

মনোয়ারা ক্লিনিকের প্রসূতি ও গাইনী চিকিৎসক রেজিয়া আক্তার বলেন,এই প্রথম এই ক্লিনিকে এক মা তিন সন্তান জন্ম দিল।
আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ আছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ পরিচালক সমমান) ডা: মো: রমজান আলী  বলেন,শহরের মনোয়ারা ক্লিনিক এক প্রসূতি মা তিনটি শিশুর জন্ম দিয়েছেন বিষয়টি জানা নেই তবে খোঁজ-খবর নেওয়া হবে। বর্তমানে অনেক গর্ভবতী মা তিন সন্তান জন্ম দিতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT