রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি।।
রাজারহাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এই মেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার দু’দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।