শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

রাজারহাটে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থী যৌন নিপিড়নের অভিযোগে মামলা

রাজারহাটে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থী যৌন নিপিড়নের অভিযোগে মামলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥

রাজারহাটের উম্মে হাবিবা বালিকা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে একই মাদ্রাসার শিক্ষক কর্তৃক যৌন নীপিড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভূক্তভোগী কিশোরির মা বাদী হয়ে রাজারহাট থানায় এই মামলাটি করেন।

 

পুলিশ জানায়, গত ৩অক্টোবর উপজেলা সদরের চাকিরপশার তালুক গ্রামে অবস্থিত উম্মে হাবিবা বালিকা হাফেজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুর রহিম মামুন অফিস কক্ষে ওই মাদ্রাসার এক শিক্ষার্থী (১১) কে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নীপিড়ন করে। এরপর ঢাকায় কর্মরত ভূক্তভোগী মেয়েটির মা লাইজু বেগম খবর পেয়ে বাড়িতে আসেন। শুক্রবার রাতে তিনি শিক্ষক আব্দুর রহিম মামুনকে আসামী করে রাজারহাট থানায় যৌন নীপিড়নের অভিযোগে মামলা করেন। মামুন উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি গ্রামের আব্দুল বাতেনের পুত্র বলে জানা গেছে।

 

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT