শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার

রাজারহাটে ওয়ারেন্টভূক্ত ৮আসামী গ্রেফতার

 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

 

রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পথরোধ পূর্বক মারধর করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্য ১টি মামলার ২জন আসামীকেও গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের দেবিচরন গ্রামের ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলামকে একই এলাকার আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে ২৭সেপ্টেম্বর ২০২৩সনে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের টগরাইহাট বড় পুলের পাড় নামক স্থানে আটক করে। পরে তাকে পার্শ্ববর্তী ইট ভাটার আড়ালে নিয়ে গিয়ে মারপিট করে আসামীরা ২১হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া জোড় পূর্বক তার কাছে ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে ২লক্ষ টাকা চাঁদার দাবিতে ১২ঘন্টা বিভিন্ন স্থানে আটকিয়ে রাখে। এঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম আমলী আদালতে ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কুড়িগ্রামের ডিবি পুলিশের এস আই পুতুল কুমার মোহন্ত বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ২৭জুলাই ২০২৪ইং আদালতে চার্জসীট প্রদান করেন। এরপ্রেক্ষিতে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

শুক্রবার দিবাগত রাতে মামলার আসামী উপজেলা সদরের দেবিচরণ গ্রামের রাজ্জাক (২৬) জাহিদুল ইসলাম (৩৫) আব্দুল ওয়াহেদ (৫০) আব্দুর রাজ্জাক (৪০) ও উপজেলার খুলিয়াতারী গ্রামের আদম আলী (২৫) এবং চাঁন্দামারী গ্রামের আবুল কালাম (৫০) কে গ্রেফতার করে। এছাড়া অন্য ১টি মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আব্দুর রহিম ও মোছাঃ বেগমকে গ্রেফতার করেন পুলিশ।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারী পরোয়ানা মূলে ৮ আসামীকে গ্রেফতার পূর্বক শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT