বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

রংপুরে দুর্নীতি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

রংপুরে দুর্নীতি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে দুর্নীতি ও Kleptocracy বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল
সমাজের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিক প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Transnational Responses
Against Corruption and Kleptocracy (TRACK) III প্রকল্পের আওতায় রোববার পর্যটন মোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি IRI (International Republican Institute) এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় রংপুর বিভাগে শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দুর্নীতি দমন কমিশনসহ সরকারি বিভিন্ন
বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন।
এসময় অংশগ্রহণকারীরা আলোচনায় দুর্নীতি ও Kleptocracy বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ও
নীতিমালা সংস্কারে তাদের দায়িত্ব ও কর্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে দুর্নীতি দমনে এ্যাডভোকেসি
পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং সঞ্চালনা করেন টিম লিডার জুলি বাড়ই। দুর্নীতি ও Kleptocracy বিষয়ে প্রেজেন্টশন করেন রূপসার পরিচালক (কর্মসূচি) শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রংপুর এর সহকারী পরিচালক  হোসাইন শরীফ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  আব্দুল মতিন, রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক  ড. মাগফুর হোসাইন, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক একরামুল হক, সূজনের রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, এনটিভির সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক।
কর্মশালায় সকলে বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপি একটি সামাজিক
আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালায় খন্দকার ফখরুল আনাম বেঞ্জু অঙ্গীকারনামা পাঠ করেন এবং সকলে
অঙ্গীকারনামার প্রতি সহমত পোষন করেন যা দুর্নীতি ও Kleptocracy- এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে।
উপস্থিত সকলে সততার অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT