বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

রংপুরে  চাকরির মেলায় মিললো হাজার বেকার যুবকের কর্মসংস্থান

রংপুরে  চাকরির মেলায় মিললো হাজার বেকার যুবকের কর্মসংস্থান

রংপুর টাইমস ডেস্ক :

মাত্র চার ঘণ্টায় চাকরি পেলেন এক হাজার বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ২০-৬০ হাজার টাকা। এ চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার ঝামেলাও।

কয়েক মিনিটের ভাইভায় চাকরি মিললো বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা। স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিস নামক প্রতিষ্ঠানটির চাকরির মেলা বসেছিল রংপুরের গঙ্গাচড়ায়।

শনিবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার মাল্টিপারপাস হলরুমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশীরা। ম্যানেজার, সহকারী ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন কর্মকর্তা, মনিটরিং কর্মকর্তা, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্টসহ ১২টি পদে তিন হাজার সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার।

দুপুরের পর ফলাফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো।

চাকরি মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। তরুণ উদ্যোক্তা কেএম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে এক হাজার যুবকদের চাকরি দিয়ে যে মহানুভবতায় দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো।

প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও কেএম রিদওয়ানুল বারী জিয়ন জানান, স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১০ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এছাড়াও স্টিডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে। দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT