বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

পীরগাছায় গরীব-দুঃস্থদের ঈদ উপহার দিলেন প্রবাসী হিন্দু যুবক

পীরগাছায় গরীব-দুঃস্থদের ঈদ উপহার দিলেন প্রবাসী হিন্দু যুবক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নাইজেরিয়ান প্রবাসী এক হিন্দু যুবকের পক্ষে গরীব-দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার দাদন গ্রামে ওই যুবকের বাড়িতে ১৫০ জন হতদরিদ্রের মাঝে তেল, পোলাও চাল, সাবান ইত্যাদি প্রদান করা হয়। প্রবাসী ওই যুবকের নাম সুমন চন্দ্র বর্মন। তিনি ওই গ্রামের সুবল চন্দ্র বর্মনের ছেলে।

জানা যায়, সুমন চন্দ্র বর্মন সাত বছর আগে জীবিকার তাগিদে নাইজেরিয়া যান। তিনি তার দাদা দিনেশ চন্দ্র বর্মনের নামে একটি ফাউন্ডেশন গঠন করেন। গত দু’বছর ধরে তিনি দিনেশ ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন সময় এলাকার গরীব-দুঃস্থদের সাহায্য সহযোগিতা করে আসছেন।

 

শুক্রবার দুপুরে তার বাড়িতে ঈদ উপহার পাওয়া কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, সুমন চন্দ্র বর্মন একজন হিন্দু হয়েও মুসলমানদের ঈদ উপলক্ষে উপহার দিচ্ছেন এটা নিঃসন্দেহে খুব ভালো কাজ। এরকম ঘটনা এর আগে ঘটেনি। সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে সুমনের মত এগিয়ে আসা উচিত।

 

 

হোয়াটসঅ্যাপে সুমন চন্দ্র বর্মন বলেন, দু’বছর ধরে আমরা শীতবস্ত্রসহ বিভিন্ন উৎসবে গরীব-দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরন করছি। তারই ধারাবাহিকতায় এবার ১৫০ জন হতদরিদ্রের মাঝে কিছু সামগ্রী বিতরন করেছি। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT