রংপুর টাইমস :
পাটগ্রামে বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বিজিবির আয়োজনে চিকিৎসা সেবার অংশ হিসেবে ২৫ নভেম্বর ২০২৪ তারিখ দিনব্যাপী শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসক দল কর্তৃক মহিলা রোগী-১৮৫ জন, শিশু রোগী-৪৫ জন এবং পুরুষ রোগী-১৬৫ জনসহ মোট-৩৯৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। উক্ত ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ জনগণের মাঝে বিপুল পরিমান ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ধরণের চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ হতে জানানো হয়।
এছাড়াও একই স্থানে অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্ত্বে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অধিনায়ক বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গণমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।
অধিনায়ক বলেন, সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি প্রতিপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত পরিচালনা করে আসছে। সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণ যাতে হত্যার শিকার না হয় সে লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমেও সকলকে প্রেষণা প্রদান করা হচ্ছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাতিবান্ধা উপজেলা, স্কুলের প্রধান শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক ৪৫০-৫০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।