শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

নীলফামারীতে বিএনপি’র ত্রাণ বিতরণ

নীলফামারীতে বিএনপি’র ত্রাণ বিতরণ

জামান মৃধা, ডিমলা (নীলফামারী)

নীলফামারীতে তিস্তা নদীর ভয়াবহ সৃষ্ট বন্যায় বন্যার্ত ২ শতাধিক মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নীলফামারী জেলা বিএনপি।

 

বুধবার (০২ অক্টোবর) বিকেলে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো চাল ৫ কেজি, আলু ১ কেজি, মসুর ডাল ১/২ কেজি, সয়াবিন তেল ১/২ কেজি, লবণ ১/২ কেজি, মোমবাতি ৬ পিস ও দেশলাই ৬ পিস ইত্যাদি।

নীলফামারী জেলা বিএনপি’র উদ্যোগে ও ডিমলা উপজেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদীতীরবর্তী বন্যা দুর্গত এলাকায় বন্যা ও নদী ভাঙ্গনকবলিত মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ,খ,ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, টেপাখরিবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT