ধন্যবাদ চেয়ারম্যান সাহেব
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ,
ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাহেব,
পৌষের হাড় কনকনে শীতে গরীব দুঃখী,
মানুষের পাশে দাঁড়াই একটু সাহায্য নিয়ে।
কুয়াশাচ্ছন্ন চাদরে ঢাকা শীতে,
ঘুমায় যে কতজন খোলা আকাশের নীচে।
লেপ কম্বল চাদর সোয়েটার মাফলার,
কেনার সামর্থ্য শক্তি নেই অনেকের।
এই শীতে তাদের পাশে দাঁড়াই আমরা,
যতটুকু পারি তাই সাহায্য করি।
এর চেয়ে বেশি কিছু আর নয়।
গরীব মানুষ গুলো এতে মহাখুশি হবে।
বাহবা দেবে তাহারা সারাজীবন ধরে,
একখানা চাদর, কম্বল, সোয়েটার টুপি
অথবা একখানা মাফলার মন রাখবে,
সারা দিন মাস বছর যায়, ভুলে না তারা।
ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান সাহেব,
ফকির পাড়া ইউনিয়ন পরিষদের সকলকে।
গরীব দুঃখী অসহায় শীতার্ত মানুষের পাশে,
দাঁড়ানোর জ্ন্য অসংখ্য ধন্যবাদ আবারও।