জামান মৃধা, ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড করেছে আনসার সদস্যরা।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, সেনাবাহিনী প্রতিনিধি লেফটেন্যান্ট ফাহিম ইসলাম, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) ফজলে এলাহী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা আকতার প্রমুখ।
উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজায় এবারে উপজেলার ৭৬টি পূজা মন্ডপে ৪৮৬ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। তন্মধ্যে পুরুষ আনসার-ভিডিপি সদস্য সংখ্যা ৩৩৪ জন ও নারী আনসার-ভিডিপি সদস্য সংখ্যা ১৫২ জন।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) ফজলে এলাহী বলেন, শারদীয় দুর্গোৎসব সুসম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সকলকে শারদীয় শুভেচ্ছা।