নীলফামারীর ডিমলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশেনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খগাখড়িবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শতাধিক পানিবন্দি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চিড়া, মুড়ি, গুড় শুকনো খাবারসহ এর পাশাপাশি বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক লিমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন। ডিমলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সর্বস্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তার ওই নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা দুর্গত মানুষের কষ্ট লাগব হওয়ার হওয়ার নয়! তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখনো অনেক মানুষ আছেন, যারা পানিবন্দি।
অনেকেই খাদ্য সংকটে ভুগছেন। তাদের সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। তারা আরো বলেন, বন্যার পানি কমে যাওয়ার পরও মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের পাশে থাকবে।