শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে পীরগাছায় শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে পীরগাছায় শিক্ষকদের মানববন্ধন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে রংপুরের পীরগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ফটকের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

প্রায় ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক ও ব্রাক্ষণীকুণ্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সদস্য সচিব চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার, সহকারি প্রধান শিক্ষক মখছেদুন্নাহার মেরী, পবিত্রঝাড় কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু জাহের, জ্ঞানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, গোবরাপাড়া স্কুলের সহকারি শিক্ষক আব্দুর রশিদ সরকার, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর রহমান, দিলালপাড়া মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন, নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দোহা চঞ্চল, নগরজিৎপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আখেরুজ্জামান জুয়েল প্রমুখ।

 

 

শিক্ষকরা তাদের বক্তব্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ, চিকিৎসা ভাতা বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা দাবি তুলে ধরেন।

 

আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসের আগে তাদের দাবি-দাওয়া পুরণ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে মানববন্ধনে জানানো হয়।

 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। একই দিন মাদ্রাসা শিক্ষক সমিতি পীরগাছা উপজেলা শাখার পক্ষ থেকেও ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT