বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

ছাত্র-জনতা ঐকব্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সকল শক্তির কবর রচনা করবে- সমন্বয়ক 

ছাত্র-জনতা ঐকব্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সকল শক্তির কবর রচনা করবে- সমন্বয়ক 

লালমনিরহাট প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মৈত্রী সফরের অংশ হিসেবে কেন্দ্রিয় সমন্বয়কদের একটি দল লালমনিরহাট সফর করেছেন। সফরের শুরুতে প্রতিনিধি দলটি গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে মেরাজ হোসেনের কবর জিয়ারত করেন।

বুধবার (১১সেপ্টম্বর) বিকেলে তাঁরা কালেক্টরেট মাঠে আয়োজিত ছাত্র-জনতার মত বিনিম সভায় যোগ দেন। শুরুতে আন্দোলনে নিহতদের আতœার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে বুধবার (১১সেপ্টম্বর) দুপুরে পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে লালমনিরহাট জেলার হতাহতদের পরিবারের লোকজনের সাথে মতবিনিময় করেন কেন্দ্রিয় সমন্বয়করা। এসময় তারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এরপর একই স্থানে কেন্দ্রিয় সমন্বয়কগণ জেলার সকল উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

এসময় বক্তব্য দেন স্থানীয় সমন্বয়ক এস আই শাহিন, কেন্দ্রিয় সমন্বয়ক রাসেল মাহমুদ, আবু সাঈদ লিওন প্রধান, সুমন বসুনীয়া ও তারেকুল ইসলাম তারেক।

তারেকুল ইসলাম তারেক বলেন, ‘ছাত্র-জনতা যেভাবে একটি পরাশক্তিতে রূপান্তরিত হয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল ঠিক শেখ হাসিনার পতন পরবর্তি সময়ে রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদের বিলোপ ঘটানোর জন্য তাঁরা ঐক্যবদ্ধ থাকবে। তাঁরা ঐকবদ্ধ থেকে ফ্যাসিস্ট যত শক্তি আছে সকল শক্তির কবর রচনা করবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT