শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

খবর প্রকাশের জেরে পীরগাছা যুগান্তর প্রতিনিধি হামলার শিকার

খবর প্রকাশের জেরে পীরগাছা যুগান্তর প্রতিনিধি হামলার শিকার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার রংপুরের পীরগাছা যুগান্তর পত্রিকার প্রতিনিধি একরামুল ইসলাম।

 

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান করাকালীন তিনি হামলার শিকার হন। এবিষয়ে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ‘পীরগাছায় খাদ্যবান্ধব চাল বিতরণ নিয়ে সংশয়, বিএনপি নেতাদের পাহারা’ এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরের জের ধরে খাদ্য অফিস পাহারাদাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর জের ধরে সোমবার দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক একরামুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সন্ত্রাসী রায়হান।

 

পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে পীরগাছায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীর সাথে দেখা করে সন্ত্রাসী রায়হানসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT