লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্বামী স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
ঘটনাটি গত সোমবার(৫মে) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে উত্তর বালা পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ আব্দুল মালেক(৫৮) তার তার স্ত্রী রহিমা খাতুন (৪৫)। প্রতিপক্ষরা তাদের শরীরের হাতে পায়ে কুপিয়ে যখম প্রাপ্ত করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চন্দ্রপুর এলাকার উত্তর বালাপাড়ায় আব্দুল মালেক ওই এলাকার আসমা বেগমের নিকট থেকে ২০২৩ সালে সাব কবলা মুলে জমি ক্রয় করে ভোগ তখন করে আসছিলেন।
এমত অবস্থায় প্রতিপক্ষ ইয়াকুব আলী ওই জমি নিজের দাবি করে তার দলবল নিয়েলাঠিসোটা, লোহার রড, রাম দা ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মালেকের বাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর ও যখম প্রাপ্ত করেন। এ অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আব্দুল মালেকের ভাই মজিবর রহমান বাদী হয়ে ইয়াকুব আলী সহ ১৩ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
এ বিষয়ে আহত আব্দুল মালেক জানান,থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টা প্রতিপক্ষরা মিথ্যা মামলার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ ও প্রশাসনের সাহায্য কামনা করেন।
এ বিষয়ে ইয়াকুব গংদের সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,অভিযোগের ব্যাপারে তদন্ত অফিসার নিয়োগ করা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।