কয়েকদিন ধরে চলা তাপদাহের অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে নামলো বৃষ্টি। রোববার (৪ জুন) বিকেল সোয়া চারটার দিকে এ বৃষ্টি নামে। এতে জনজীবনে কিছুটা স্বস্তির দেখা মিলেছে।
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রোববার বিকেল সোয়া চারটার দিকে বৃষ্টি শুরু হয়। রংপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০ মিনিট বৃষ্টিপাত হয়। এসময় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রংপুর নগরীর মুন্সীপাড়া এলাকার স্কুল শিক্ষার্থী আবরার ফাইয়াদ বললো, প্রচণ্ড গরমের মধ্যে চলছে লোডশেডিং। এতে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। এরই মাঝে হঠাৎ এক পশলা বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বয়ে চলেছে এ অঞ্চলে। রংপুরে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তবে আজ অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে।