রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে রাজারহাট উপজেলার নির্বাচিত জন প্রতিনিধিগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা ডাক বাংলো কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আ,ন,ম ওবায়দুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য দেন, রাজারহাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল বক্তৃতা করেন।
রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল হক নুরু,উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিল,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও এমপির প্রতিনিধি এরশাদুন্নবী নবীন,জেলা পরিষদ সদস্য এনামুল হক,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আশীষ কুমার উত্তম,উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজেদুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন কুমার রায়, ইউপি সদস্য মোশাররফ হোসেন,শহিদুল ইসলাম সহ অনেকে আলোচনায় অংশ গ্রহন করেন।