শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

কুড়িগ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলে। এ অবস্থায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা কলেজ মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির বর্ষণের জন্য বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতি ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার শাখার উদ্যোগে ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সকাল সাড়ে আটটায় নামাজ আদায় করা হয়।

 

 

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনাকারী জামায়াতি ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের উপর বর্ষণ হয় এর জন্য আমরা ইস্তিস্কার নামাজ আদায় করেছি।

 

আল্লাহ পাক যাতে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন এজন্য দোয়া ইউনূস পড়েছি। এ সময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ জামায়াতি ইসলামী বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT