শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

রাবিতে ক্যারিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কম্পিউটার প্রকৌশলীর

রাবিতে ক্যারিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কম্পিউটার প্রকৌশলীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন এবিএফের নির্বাহী পরিচালক

মমিনুর মমিন, রংপুর টাইমস:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যয়নরত লালমনিরহাটস্থ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামুলক পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অনুষদ এবং বাংলাদেশ-তুরস্ক কারিগরি ইনস্টিটিউট ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের (এবিএফ) নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ।

 

বর্তমান শিক্ষার পাশের হার ও সেই অনুযায়ী চাকরি বাজারের প্রেক্ষাপট বিবেচনায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাবির স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ দিক-নির্দেশনা দেন তিনি।

 

২০২০ সালে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন

 

ইফতেখার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারি চাকরির ক্ষেত্রগুলোত আসন সংখ্যা খুবই সীমিত থাকায় অধিকাংশ শিক্ষার্থীই সরকারি চাকরি পান না। ফলে অনেকে অনার্স-মাস্টার্স পাস করেও হতাশায় ভোগেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পড়াশোনার পাশাপাশি কর্মমুখী শিক্ষা অর্জন করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

 

বিশ্ববিদ্যালয়ে ভাষা বিষয়ে সান্ধ্যকালীন কিছু কোর্স চালু করার আহ্বান জানিয়ে এবিএফের নির্বাহী পরিচালক আরো বলেন, শিক্ষার্থীদের প্রথম টার্গেট হতে পারে বিসিএস ক্যাডার হওয়া; দ্বিতীয়ত, যেকোনো সরকারি জব পাওয়া; তৃতীয়ত, ভাষা শিখে বিদেশে গিয়ে ক্যারিয়ার গঠন করা এবং দুই বছর থিওরি ও দুই বছর প্রাকটিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করা।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা করেন এবিএফের নির্বাহী পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT