শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

পীরগাছায় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা পেল সরকারি সহায়তা

পীরগাছায় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা পেল সরকারি সহায়তা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ৬ ধরনের দূরারোগ্য রোগে আক্রান্ত ১৫ জন রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ২০২৩-২০২৪ অর্থবছরের ১ম কিস্তির ৫০ হাজার টাকা করে ১৪ জন রোগীকে মোট ৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

 

এ সময় রোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক। সরকারি সহায়তার চেক পেয়ে কিডনী রোগে আক্রান্ত রোগী একরামুল ইসলাম, ক্যান্সারে আক্রান্ত নিলুফা ইয়াসমিন, রাশেদা বেগম, থ্যালাসেমিয়া আক্রান্ত শিক্ষার্থী মাহফুজা আক্তার বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।

 

 

এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT