শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

নির্বাচন যথাসময়েই হবে- সিইসি

নির্বাচন যথাসময়েই হবে- সিইসি

নিউজ ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে হবে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাই নির্বাচন যথাসময়ে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সব প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করবো খুব দ্রুত সময়ের মধ্যে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। আমরা সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। তিনি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশঙ্খলভাবে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি সহযাগিতার আশ্বাস দিয়েছন।

আমরাও বলেছি, প্রয়োজনে রাষ্ট্রপতির সাহায্য কামনা করবো। তিনি আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থ যেকোনও ধরনের সহযোগিতা দেবেন। রাষ্ট্রপতি বলেছেন, গণতান্ত্রিক, সাংবিধানিক ধারাবাহিকতা যেকোনও মূল্যে অব্যাহত রাখতে হবে।

আমরা জানিয়েছি, আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব আরোপিত হয়ছে ও বাধ্যবাধকতা রয়েছে, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর। সে বিষয়ে সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের সহযোগিতা কামনা করে যাচ্ছি। আমরা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছি, আমরা সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হবো।

সম্ভাব্য সময়সূচির বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, নির্বাচন অত্যাসন্ন। শেষ সময়টি রাষ্ট্রপতি জানেন। যেকোনও মূল্যে আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গেছি। এবার আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময় নির্ধারণ করবো।

আমরা রাষ্ট্রপতিকে বলেছি দ্রুত তফসিল ঘোষণা করবো। কারণ, সময় হয়ে গেছে। তাকে জানিয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে, যেটা এখনও ওই অবস্থায় আছে। আমরা কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেবো, তারিখ চূড়ান্ত করবো, তখন আপনাদের জানাবো।

বিরাজমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ‘তেমন আলোচনা’ হয়নি বলে উল্লেখ করেন সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা শুধু আমাদের কথা বলেছি। প্রত্যাশা করেছি, শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা দরকার।

জানতে চাইলে রাজনৈতিক মতানৈক্যের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সিইসি। ব্রিফিংকালে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রস্তুতি অবহিতকরণ বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম।

এম.এফ/রংপুর টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT