শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে আলমগীর হোসেন (৩৫) এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। সে গোপনে রংপুরের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি সীমান্তের ৮০৫ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মোতালিব সরকার
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু আনতে ভারতের অভ্যন্তরে গেলে ভারতীয় বিএসএফে ৩ রাউন্ড গুলি ছুড়লে এক বাংলাদেশীর পায়ে গুলিবিদ্ধ হয়।

আহত গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের পশ্চিম জগতবেড় (কাশির ডাঙ্গা) গ্রামের জসমুদ্দিন ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাটগ্রামের কুচলীবাড়ি সীমান্তে
(৫১ বিজিবি) এর কলসিরমুখ বিওপির ক্যাম্পের মেইন পিলার ৮০৫/১০ এ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কুচলিবাড়ি ইউনিয়নের দৈয়ারটারী (ভারতের আদিবাসী পাড়া) নামক স্থানে ৪০ বিএসএফ ব্যাটালিয়ন এর বাজেজামা ক্যাম্পের টহল দল
বাংলাদেশি গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন বাংলাদেশি আলমগীর হোসেনের (৩৫) পায়ে গুলিবিদ্ধ গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়।

এ বিষয়ে কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক বলেন, গুলিবিদ্ধ ওই যুবক ভারত থেকে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী ইউনিয়নের যুবক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT