বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত,যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত,যোগাযোগ বিচ্ছিন্ন

 

লালমনিরহাট প্রতিনিধি।।
রংপুর থেকে লালমনিরহাট আসার পথে মহেন্দ্রনগরে লালমনি কমিউটার-৩ ট্রেনের শেষ একটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ। পরে যাত্রী নিয়ে বাকি বগি নিয়ে ট্রেন লালমনিরহাটের পৌঁছেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সাথে রংপুর -কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

লালমনিরহাট রেলওয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন কে নিশ্চিত করে বলেন, চিলমারী কমিউনিটি ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুরে আসে পরে রংপুর থেকে লালমনিরহাট আসার পথে মহেন্দ্রনগর রেল স্টেশনে ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়।

লালমনিরহাট শহর থেকে রিলিফ ট্রেন গিয়ে বগিটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনমাস্টার নুরুন্নবী সরকার ট্রেন লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT