বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত

হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত

অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এ ‘স্বীকারোক্তির’ পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

 

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে।

সামাজিক মাধ্যম এক্সে রাহুল লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছেন। এর কারণে আমাদের বিমানবাহিনী কতগুলো বিমান হারিয়েছে?

রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, পাকিস্তানে ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয়।

 

জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেঁছে নেয়।

আরও পড়ুন- ট্রাম্পের বিবৃতিতে কতটা বিপাকে পড়েছে ভারত?

তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে।

নয়াদিল্লি ভিত্তিক আমআদমি পার্টিও এ বিষয়টির সমালোচনা করেছে। দলটির নেতা ও রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, এটি ছিল দেশদ্রোহিতা।

 

তিনি বলেন, যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে। এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেঈমানির সামিল। পাকিস্তানকে আগে এ ব্যাপারে জানানো ছিল অভূতপূর্ব। এটি ক্ষমার অযোগ্য।

এদিকে ‘অপারেশন সিঁদুর’ বিরোধী নেতা রাহুল গান্ধী ভুয়া খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে- পাকিস্তানকে জানানোর সময় সম্পর্কে একটি বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT