রংপুর টাইমস :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সফিরহাট এলাকায় প্রান্তিক ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস ও বাম্পার ফলনে কৃষকদের ভুট্টা ক্ষেত প্রদর্শন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট সদ্দার পাড়ায় রাসেল সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মাঠ দিবস ও ভুট্টার প্রদর্শনী ও কৃষি সচেতনতামূলক আলোচনা সভা।
এসময়, চাষকৃত ভুট্টা ক্ষেতের গাছ স্বাস্থ্যবান, সবল ও ভট্টার মোচা বড়, যা অন্য কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় ভুট্টা চাষীরা বলেন, হাইব্রিড জাতের সম্রাট ভুট্টার ভালো ফলন হয়েছে। গত কয়েক বছর ধরে সম্রাট ভুট্টা বীজ লাগাচ্ছি জমিতে।
এ সময় উপস্থিত ছিলেন,রাসেল সীড কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ মাহবুব হোসেন ও এরিয়া ম্যানেজার মোঃ মহাসিন আলম ও মার্কেটিং অফিসার শ্রী: হিরাম সেন।
রাসেল সীড কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ মাহবুব হোসেন বলেন,রাসেল শীট কোম্পানি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আগামীতে আরও ভালো বাজারে আসছে।