শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

ফল প্রকাশে এত দেরি কেন, প্রশ্ন জাহাঙ্গীরের  

ফল প্রকাশে এত দেরি কেন, প্রশ্ন জাহাঙ্গীরের  

রংপুর টাইমসঃ  

ফল প্রকাশে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। ফল দিতে এতক্ষণ লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফল দেওয়া হয়েছে।

মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই। ’

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসব কথা বলে জাহাঙ্গীর।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১২৩ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৬৩,৮৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৫২,৯৯২ ভোট। ১০ হাজার ৮৮৭ ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন। তবে সব কেন্দ্রের ফল আসার আগেই নিজের মা জায়েদা খাতুনকে বিজয়ী দাবি করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, আমি সব কেন্দ্রে খবর নিয়ে জানতে পেরেছি, প্রত্যেক কেন্দ্রে আমার মা জায়েদা খাতুন জয়লাভ করেছেন। ভোটের ফলাফল নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস কর্মী মালিক ও জনগণকে প্রতিবাদ করতে বলব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT