কবিতাঃ একদিন হঠাৎ আসিবে চিঠি
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
একদিন হঠাৎ আসিবে চিঠি,
না ফেরার দেশে যাবার।
যেতে হবে সব কিছু ছেড়ে,
মানবে না কেউ আবার।
থেমে যাবে জীবনের হিসেব,
থেমে যাবে পথ চলার।
সন কিছু নিস্তব্ধ হয়ে যাবে।
পাবে না শক্তি কথা বলার।
নয়ন দুটি ফ্যাল ফ্যাল করে চাহিবে
তবুও পারে না শক্তি দেখিতে।
বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান ,
তাদের কত যে ডাকিতে।
একদিন হঠাৎ আসিবে চিঠি।
থেমে যাবে সব আয়োজন।
পারাপারের যেতে হবে ছেড়ে,
স্ত্রী সন্তান বাবা মা আর স্বজন।
একদিন হঠাৎ আসিবে চিঠি,
যেতে হবে একা একা।
পৃথিবী হতে নিভে যাবে আলো,
হবে না কাহারো সাথে দেখা।