শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক

বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিয়ে অবৈধ পথে আসা প্রায় লাক্ষাধিক টাকার ভারতীয় মালামাল ট্রাক ও চালককে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

শনিবার(১৪ ডিসেম্বর) রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ভারতীয় ট্রাক চালক কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার মৃত ইয়াকুব রহমানের ছেলে ফিরোজ রহমান(৩৫)।

বিজিবি জানান, লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে সীমান্তের ৮৪২/১ এস নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ভারতীয় মালামাল সহ ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়। এ সময় তার কাজ থেকে উদ্ধার করেন,মদ ০১ বোতল, স্ক্রীন শাহীন ক্রীম- ৩৯০ পিচ, শীসা তেল ১৬ পিচ,
পোকো মোবাইল ০১ টি, ভারতীয় সীম ০১ টি, ভারতীয় মুদ্রা ১১৯০ রুপি,
সৌদি মুদ্রা ০৫ রিয়াল। আটককৃত মালামালের মূল্য প্রায় ১লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে বিজিপির পক্ষ থেকে থানায় একটি মামলা দেয়া হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT