নিউজ ডেস্ক :
রংপুরে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ও পেশাজীবীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ।
রংপুর মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি শাখায় বৈষম্য বিরোধী ও মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে সকল কর্মরত সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসী দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় ছাত্র ও ছাত্রীদের বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ রংপুরে সকল পেশাজীবীদের জাতীয় ০৬ দফা দাবি আদায় লক্ষ্যে সকল ধরনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আহ্বান করেন।
কিন্তু উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে মাদার সংগঠন বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না পাওয়া পর্যন্ত পেশাজীবী সংগঠন বা পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্টরা কোন কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। মাদার সংগঠন বিএমটিএ এর প্যাডে কর্মসূচি থাকলে তা পালন করবে।
অন্যথায় কোন কর্মসূচি পালন করবে না এই মর্মে সবার সম্মতি ক্রমে অঙ্গীকারনামা করে রংপুরের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজস্ট ও ফার্মাসিস্ট গন। ছাত্র সংগ্রামের পরিষদের নেতা ও নেতৃবৃন্দদের একই মতামত তুলে ধরে অঙ্গীকারনামা করে উক্ত সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত সভায় রংপুর মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল মেডিকেল টেকনলোজিস্ট সহ রংপুরের সকল বেসরকারি চাকরিজীবি মেডিকেল টেকনলোজিস্টগন উপস্থিত ছিলেন।