শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠভাবে চলতে পারে না: দুলু 

নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠভাবে চলতে পারে না: দুলু 

রংপুর টাইমস :
কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, প্রতিদিনই আমরা আইনশৃঙ্খলার অবনতি দেখছি, এতে করে মনে হচ্ছে, কথিত সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠভাবে চলতে পারে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবীব দুলু বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপি’র মূল দাবি ছিল, সংস্কার করে শান্তিপূর্ণ অবাধ নিরপক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থা দেশে ফিরে আসবেনা।
দুলু আরও বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা। দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বে দেয়া।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেন, আমরা মনে করছি যে ভিতরে ভিতরে গরিমাসি করছে। এই গরিমাসির কারণে কথিত সরকার নানান ষড়যন্ত্র করছেন। যা প্রতিদিন আমরা লক্ষ্য করছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের  ছাত্রজনতার বৈষম্য বিরোধী এই আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনিষ্ট না হয়। সেদিকে আমাদের সবাইকে সজাগ সতর্ক ও সাবধান থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, ঠাকুরগাঁ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন হোসেনসহ রংপুর বিভাগের বিএনপি’র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT