শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন-লালমনিরহাটে মির্জা ফখরুল 

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন-লালমনিরহাটে মির্জা ফখরুল 

oplus_1024

লালমনিরহাট প্রতিনিধি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপারে সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

 

তিনি বলেন,দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন, নির্বাচনই গনতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। অন্যান্য সরকার গুলোর দিকে না তাকিয়ে আপনাদের মত করে দেশ পরিচালনা করুন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

ফখরুল বলেন, দেশের সব জিনিসপর দাম আঁকাশছোয়াা সে দিকে নজর দিতে হবে। এছাড়া বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদের  যুক্ত হতে না পারেন সেদিকেও নজর দিতে হবে। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দু:শাসন শেষে দেশের এখন মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছে। শহীদ  জিয়ার চেতনাকে বুকে লালন করেই বিএনপি নেতা কর্মীকে এগিয়ে যেতে হবে। কোনভাবেই  আওয়ামী দোসররা যেন আর মাথা চাড়া দিতে না পারে  সেদিকে অন্তবর্তী সরকার কে দৃষ্টি  দিতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা আড়াইটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে  মির্জা ফখরুল  ইসলাম  আলমগীর এসব কথা বলেন।

 

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হলো আজ উদ্বোধন করা হলো। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা  বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আজ উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা বিএনপি দলের সাথে নীলফামারী জেলা বিএনপি দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

 

উদ্বোধনী এ খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT