রংপুর টাইমস নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বপ্ন সিঁড়ি বিদ্যা নিকেতন এন্ড স্কুলে নবান্ন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (শনিবার) উপজেলার সানিয়াজান ইউনিয়নের স্বপ্ন সিঁড়ি বিদ্যা নিকেতন এন্ড স্কুলের আয়োজনে উক্ত নবান্ন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এরকম ব্যতিক্রমী আয়োজন করা হবে বলে জানান বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য শীতকালের পিঠাপুলির আমেজ। বর্তমান সময়ের শিশু-কিশোররা দুই এক পদের পিঠা ছাড়া জানেই না হাজারো রকমের পিঠার কথা। এক সময় নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা বানিয়ে করা হতো আত্মীয়-স্বজনদের মেহমানদারী।
নবান্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গ্রামবাংলার ঐতিহ্য পিঠাপুলির স্মৃতি বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান স্বপ্ন সিঁড়ি বিদ্যা নিকেতন এন্ড স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেন।
স্বপ্নসিঁড়ি বিদ্যানিকেতন এন্ড স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ঐতিহ্য জাগিয়ে তুলতে স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে স্বপ্নসিঁড়ি বিদ্যানিকেতন এন্ড স্কুলের মত বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক এগিয়ে আসলে হয়তো বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি।
ফরহাদ/এম.এফ