রংপুর টাইমস:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিহাব আহমেদ শিক্ষা বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কে উপেক্ষা করে পাটগ্রাম ও হাতীবান্ধা থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসময় শিহাব আহমেদ ফাউন্ডেশনের পরিচালক শিহাব আহমেদ উপস্থিত থেকে শিক্ষা বৃত্তির পরীক্ষা সুসম্পন্ন করেন। এতে উপস্থিত ছিলেন,শিক্ষক আলাউদ্দিন নুরুজ্জামান ও সাহাবিন,মিল্লাদ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে,শিক্ষা সবার মৌলিক অধিকার এবং আর্থিক অসচ্ছলতা কখনোই মেধার পথে বাধা হতে পারে না। শিহাব আহমেদ ফাউন্ডেশন এই বিশ্বাসকে ধারণ করে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ । এর ধারাবাহিকতায় ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য “শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি – ২০২৪” এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়।
শিহাব আহমেদ ফাউন্ডেশন বিশ্বাস করে, যারা স্বপ্ন দেখতে জানে এবং তা পূরণে অগ্রসর হয়, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এই লক্ষ্য অর্জনে শিহাব আহমেদ ফাউন্ডেশন আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই মাসিক শিক্ষাবৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। শুধুমাত্র লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করেন।
শিহাব আহমেদ ফাউন্ডেশনের শিহাব আহমেদ বলেন,আগামী দিনে যারা মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশুনার সুযোগ পাবেন তাদের যাচাই বাছাই করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এই শিক্ষাবৃত্তি আগামী দিনেও অব্যাহত থাকবে।