শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত ফেসবুকে পোস্ট, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত ফেসবুকে পোস্ট, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি

লালমনিরহাট প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনায় তাকে এক আদেশে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় বদলি করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর ) রাতে লালমিনরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের স্বাক্ষরিত একটি আদেশে  নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় বদলি করা হয়েছে।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের আর একটি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে
ফেসবুকে তিনি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি
মুঠোফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয় আমি কোন মন্তব্য করতে চাই না।
এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখাগেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিছেন। তবে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।
এ বিষয় লালমনিহাটে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে অলরেডি রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় বদলি করা হয়েছে। তিনি আরও বলেন,এঘটনায় তার বিরুদ্ধে কি হবে বাকি সিদ্ধান্ত সরকার নিবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT