শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: হাফিজ উদ্দিন

হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: হাফিজ উদ্দিন

রংপুর টাইমস :

হত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে রংপুরে আয়োজিত বিএনপির বিভাগীয় শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

হাফিজ উদ্দিন বলেন, ‘এখনো যুদ্ধ শেষ হয়নি। জনগণ সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে পারলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জুলাইয়ের নিরস্ত্র যোদ্ধারা বিশ্বে নন্দিত হয়েছেন। যারা মেশিনগান দিয়ে নিরস্ত্র মানুষদের গুলি করে মেরেছে, তাদের বাংলার ভূ-খণ্ডে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

শোভাযাত্রার আগে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘১৯৭১ সালে বাংলার মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, গত ১৬ বছরে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার প্রাণ আর রক্তের বিনিময়ে মানুষের অধিকার আদায়ের সেই স্বপ্নের পথে আবারও জেগে উঠেছে বাংলাদেশ। তাই সংস্কার করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

 

বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘এতদিন আমরা গোলামের জীবনযাপন করেছিলাম। এখন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। তাই দেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারকে কমিশন গঠনের মধ্যদিয়ে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে হবে।’

 

দলের নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের সময়ে এমন কোনো কাজ বা অপরাধে লিপ্ত হওয়া যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।’

মেজর হাফিজ বলেন, ‘দেশে একশ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী আছে, যাদের গণতন্ত্র ভালো লাগে না, গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দেবে, এটা তাদের ভালো লাগে না। তারা নিজেরা কোনোদিন ভোট দেননি। নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা, গণতন্ত্রের যে মূল বক্তব্য তাদের মধ্যে ঘাটতি আছে।’

বিএনপি ৩০ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এরইমধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের এই সংস্কার প্রস্তাবকে মান্য করে ছয়টি কমিশন গঠন করেছে। ফলে আমরা যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ ড. ইউনূসের সরকার নেবে বলে আমরা মনে করি। বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুক। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটি কমিশন গঠন করুক।’

শোভাযাত্রায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT