শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

হাসিনা আমাকে ৯ বছর কারাদণ্ড দিয়েছিল আমি মানি নাই -লালমনিরহাটে টুকু

হাসিনা আমাকে ৯ বছর কারাদণ্ড দিয়েছিল আমি মানি নাই -লালমনিরহাটে টুকু

লালমনিরহাট প্রতিনিধি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,আপনারা দেখেছেন কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে একটি শ্রীলঙ্কায়, ইরাকে ও মিশরে গণঅভ্যুত্থান পরেও যে খানে পুলিশ থাকেনা বা কেউ থাকে না সে খানে বিচ্ছিন্ন হওয়াটা স্বাভাবিক। বিপ্লবীরা লেজ রেখে যান শয়তানি করে। সেটি প্রতিরোধ করে বিএনপি গণতন্ত্র পুনর উদ্ধার করবে। আমরা বিএনপি’ সব সময় অন্যায়ের বিরুদ্ধে আছি থাকবো শেষ পর্যন্ত লড়াই করব।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিনার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,এই খুনি শেখ হাসিনা আমাকে নয় বছরের সশ্রম কারাদন্ড দিয়েছিল। আমি বলছি হাসিনার বিচার আমি মানি না মানব না।

এ সময় তিনি শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রশংসা করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা দৃষ্টান্ত হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশে থাকবে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল খেলার অনুষ্ঠানে আরো বক্তব‌্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহবায় শামসুজ্জামান সামু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT