বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

হামার পীরগাছা’র মাধ্যমে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী তোফায়েল ফিরল পরিবারে

হামার পীরগাছা’র মাধ্যমে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী তোফায়েল ফিরল পরিবারে

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
১২ দিন আগে হারিয়ে যায় রংপুরের পীরগঞ্জের বাক প্রতিবন্ধী তোফায়েল হোসেন (১৫)। সে হারানোর পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন।

 

বুধবার (২১ মে) সকালে রংপুরের পীরগাছার কান্দি ইউনিয়নে তাকে এলোমেলো ঘুরতে দেখে স্থানীয় এক ব্যক্তি তার ছবি তুলে হামার পীরগাছা নামের একটি ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বেলাল হোসেনের কাছে পাঠিয়ে দেন। পরে বেলাল হোসেন ওই কিশোরের ছবি ওই গ্রুপে পোস্ট দিলে সেই পোস্টের সূত্র ধরে তার পরিবারের কাছে খবর পৌঁছে। বিকেল বেলা পরিবারের লোকজন পীরগাছায় এসে তাকে বাড়িতে নিয়ে যায়।

 

তোফায়েল হোসেন রংপুরের পীরগঞ্জের দশমৌজা কদমতলী এলাকার আব্দুল খালেকের ছেলে।

তোফায়েলের বাবা আব্দুল খালেক জানান, তার চার সন্তানের মধ্যে সে দ্বিতীয়। ১২ দিন আগে সে হারিয়ে গিয়েছিল। আল্লাহর ইচ্ছায় আজ তাকে ফিরে পেয়েছি। এর পেছনে যাদের অবদান আছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।

 

গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন বেলাল হোসেন বলেন, মানবসেবার ব্রত নিয়ে ২০১৯ সালে ‘হামার পীরগাছা’ গ্রুপটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই গ্রুপের সদস্য ৬৬ হাজার ছাড়িয়েছে। আমরা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী তোফায়েল আজ ফিরে গেল পরিবারে। এর আগেও আমরা বেশ কয়েকজন হারানো মানুষকে এই গ্রুপের মাধ্যমে পরিবারে ফিরিয়ে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT