লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দইখাওয়া আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে হাতীবান্ধা অডিটোরিয়ামে বিকেল ৩ টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা- পাটগ্রাম আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেনও সিনিয়র যুগ্ম সচিব রফিকুল ইসলাম ও বাবুল হোসেন।
সম্মেলন উদ্বোধক সাইফুল ইসলাম নিরব সভাপতি জিয়া পরিষদ লালমনিরহাট, প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, মো: দুলাল হোসেনসহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা যেন সাংবিধানিক বৈধতা ছিল। তিনি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ঘরে ঘরে সাধারণ সাধারণ মানুষের কাছে গিয়ে ৩১ দফা নিয়ে আলোচনা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করে।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হাতীবান্ধা উপজেলা জিয়া পরিষদের ৫ সদস্যের নাম ঘোষণা করেন। উপজেলা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হন মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক ইব্রাহিম দুলাল।