শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সার ছিনতাইয়ের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

হাতীবান্ধায় সার ছিনতাইয়ের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ ভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুট করার অভিযোগ কৃষি উপসহকারীর কর্মকর্তাসহ ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজ ও বিএনপি,যুবদলসহ ১৮ জনের নামে স্থানীয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ এর আগে সোমবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় এই লুটের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। সেই সারগুলো নিয়ে একটি পিকআপযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায়  ছাত্রদলের রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলামসহ আরো কয়েকজন গাড়ি থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়।পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

 

সেই অভিযানে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যমতে আরো ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য আহবায়ক রুবেল ইসলাম বলেন, ‘ ওই ঘটনায় ছাত্রদলের রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলামকে তাদের সকল পদপদবী থেকে বহিষ্কার প্রদান করা হয়েছে।

 

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ‘লুট হওয়া ৫৩ বস্তা সারের মধ্যে ইতিমধ্যে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার লুটের ঘটনায় থানায় ১৮ জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT