রংপুর টাইমস :
গাইবান্ধা থেকে প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী পাখিকে গ্রেফতার করেন র্যাব-১৩।
গ্রেফতারকৃত মোছাঃ মুক্তা আক্তার পাখি হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের রিপন ইসলামের দ্বিতীয় স্ত্রী। পাখি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। বনে যায় লাখপতি। তার পরিবারের খোঁজখবর নিলে থলের বিড়াল বেরিয়ে পড়বে এমনটাই জানান তার এলাকাবাসী।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৩/০৯/২০২৪ তারিখ আনুমানিক ২১.০৫ ঘটিকার সময় সিপিসি-০৩, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজার সংলগ্ন চেকপোষ্ট স্থাপন করে একটি প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী মোছাঃ মুক্তা আক্তার পাখি (২২)কে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।