হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপির কর্মী হাফিজার রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
সম্প্রতি হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়ায় গিয়ে বিএনপি নেতা হাফিজার রহমানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান।
এ সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নিহত হাফিজার রহমানের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন। পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, হাফিজুর রহমান বিএনপি’র একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
নিহত হাফিজার রহমান ওই গ্রামে মৃত আফতাব হোসেনের ছেলে৷ তিনি ফকিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য।
এর আগে,জায়গা জমি দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ হামলায় বিএনপি নেতা হাফিজুর রহমান আহত হয়ে গত (১৮ নভেম্বর) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘন্টায় পুলিশ দুজনকে গ্রেফতার করেন।