রংপুর টাইমস:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারের সু-পরিচিত পল্লী চিকিৎসক ডাক্তার আতিয়ার রহমান প্রামানিক দুলালের(৬৫) জানাজা শেষে বাবার রেখে যাওয়া জমি উপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় হাজারো মুসল্লী তার জানাজায় অংশ নেয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকে ছায়া নেমে আসে
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেঁচে থাকাকালিন সময়ে সুনামের সাথে চিকিৎসা প্রদান করেন।তিনি এক জন সাদা মনের মানুষ ছিলেন। ছোট বড় সবাইকে সালাম দিয়ে বিনয়ের সাথে কথা বলতেন। অত্র বড়খাতা সানিয়াজান বাউরায় তার চিকিৎসা সেবায় সুনাম ছড়িয়ে পড়ে।
ডাক্তার আতিয়ার রহমান প্রামানিক দুলাল হাতীবান্ধা উপজেলার প:ফকিরপাড়া গ্রামের মৃক আব্দুল আজিজ প্র্রমানিকের ছেলে।তার জানাজায় শিক্ষক, সুধীজন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সদা হাস্যজ্জল ডাক্তার আতিয়ার রহমান প্রামানিক দুলালকে পরিবারিক কবরস্থনে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্যরা। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার স্ত্রী স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।