শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সম্প্রীতির বাংলাদেশ চাই – উপদেষ্টা আসিফ মাহমুদ

সম্প্রীতির বাংলাদেশ চাই – উপদেষ্টা আসিফ মাহমুদ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশের কোন সম্প্রদায় যেন নিগ্রহের শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে।

 

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একটি গ্রেপ্তারের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মত ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

 

সেটা সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিচ্ছে। গতকাল সংঘর্ষের মত ঘটনা ঘটেছে। প্রান্তিক পর্যায়ে ভূল তথ্য দিয়ে ঋণ দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্ররা সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। ইতিমধ্যে এর মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ভাঙ্গার এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ থাকবে।

 

আপনারা জানেন ইউনিয়ন পরিষদ থেকে অনেকগুলো নাগরিক সেবা প্রদান করা হয়। সে জন্য এগুলো ভাঙ্গা হয়নি। আমরা অতি দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদের ব্যপারেও সিদ্ধান্ত গ্রহন করবো। এর আগে পাওটানাহাট কলেজের ওই মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত পীরগাছার ছাওলা ইউনিয়নের রিকশাচালক মঞ্জুরুলের স্ত্রী রাহিমা বেগম, একই ইউনিয়নের শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী ও কল্যানী ইউনিয়নের সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম, ছাত্র প্রতিনিধি শামসুর রহমান সুমন, তত্বাবধায়ক প্রকৌশলী (রংপুর জোন) আনিছুল ওহাব খান, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম। বক্তব্যকালে শহীদ মঞ্জুরুলের স্ত্রী রাহিমা বেগম সরকারের নিকট তার একটি চাকুরির দাবি করেন। শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রীনা বেগম তার বক্তব্যে বলেন, তিনি এখনও সরকারিভাবে কোন সুযোগ সুবিধা পাননি। স্থানীয় প্রতিনিধিরা তাদের বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা নদীর উপর পীরগাছা টু উলিপুর উপজেলা সংযোগ সেতু, পাওটানাহাট কলেজ এমপিওভূক্তি, রংপুর বিভাগের উন্নয়নে বাজেট বৈষম্য দূরীকরণ, চিনিকলগুলি চালুকরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ রংপুরের বিভাগের উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার দাবি জানান। এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, তিনি সবার দাবি-দাওয়া নোট করেছেন। এগুলো নিয়ে তার মন্ত্রণালয় কাজ করবে। এ দিন মত বিনিময় সভা শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে তিনি তিস্তা নদীর পানিয়াল ঘাট এলাকায় পীরগাছা টু উলিপুর সংযোগ সেতুর সম্ভাব্যতা সরেজমিনে দেখতে যান। সেখান থেকে তিনি উপজেলা পরিষদে এসে উপজেলা প্রশাসনের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেন। বেলা ২টার পরে তিনি হেলিকপ্টারযোগে কাউনিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT