মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

শীতের সকালে’

এ কে সরকার শাওন

কনকনে শীত কক্ষ অসিত
আড়মোড় ভেঙ্গেও কম্বল তলে;
পর্দা-কম্বল ঠেলে গিন্নী চিল্লিয়ে বলে
“ওঠে দেখো বাহির ঝলমলে”!

হাতে পায়ে মোজা পরে
গায়ে জড়ায়ে আলোয়ান;
কানের টুপি মাফলারই বলে
শীত বড়ো পালোয়ান!

বিরস মনে ভাবি ক্ষণে
কি শৈত্য বইছে রংপুরে!
ঠান্ডায় বিবর্ণ জনজীবন
ব্রহ্মপুত্র-তিস্তা-পদ্মার চরে!

কুয়াশা ভেদী দেখতে চাঁদী
উঁকি দিচ্ছে ঐ অংশুমান।
মোড়া পেতে উঠানে বসে
আয়েশে ওম নেই অফুরান!

মুড়ি থালে সরিষার তেলে
ধনে পাতা কাঁচা মরিচের ঝালে;
শৈশবে কতো চিবুতাম হায়
এমনি সেই শীতের সকালে!

সুঘ্রাণ ভাসছে বাতাসে
খিচুড়ির টানে জিভ লকলক!
ফুল সুবাসে বেখেয়াল কবি
কাব্যকথা লাগছে বকবক!

ভোনা খিচুড়ি ডিম ভাজায়
নাস্তাটা হবে বেশী বেশ !
টমেটোর সালাদে রুচি বাড়ে
আহারের পরেও থাকে রেশ!

এসো ক্ষণ সুহৃদ বন্ধুগণ
হাঁড়িতে রয়েছে বেশ!
ফাষ্ট ফুড়ে বিষাক্ত হুড়ে
পাবে না স্বাদ জম্পেশ!

কবিতাঃ শীতের সকালে
কাব্যগ্রন্থঃ আপন আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT